মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
26 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ফটিকছড়িতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৬ ২:৪৪
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬ ২:৩৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে ১৩ জানুয়ারী মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, লেলাংয়ে জামায়াত কর্মীকে হত্যা, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, উপজেলাতে একের পর অগ্নিকাণ্ডের ঘটনা, মাটি ও পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, অবৈধ অস্ত্র উদ্ধার ও এ সংক্রান্ত সঠিক তথ্য, গুপ্তচরবৃত্তি, কাঞ্চননগরের উচ্ছেদ অভিযানে সরকারি কর্মকর্তাদের উপর হামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে উত্তরণে করনীয় ও পদক্ষেপ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।Advertisementএতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নজরুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ, বিজিবি’র সহকারি পরিচালক সামশুর রহমান, ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিম, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র, চেয়ারম্যান সমিতির সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নাসহ উপজেলা পরিষদের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান,বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সচিবগণ বক্তব্য রাখেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর