মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
22 C
Dhaka
Homeজেলার খবরমিয়ানমার থেকে ছোড়া গুলিতে শিশু নিহত,বিক্ষুব্ধ এলাকাবাসী

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে শিশু নিহত,বিক্ষুব্ধ এলাকাবাসী

প্রকাশ: জানুয়ারি ১১, ২০২৬ ১:১৩

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক শিশু নিহত হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

আজ রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজএলাকায় হতাহতের এই ঘটনা ঘটে।

নিহত আফনান (১২) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। আফনান নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের তেচ্ছিব্রিজ অংশ অবরোধ করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জনতা সড়কে অবস্থান করছিল।

৬৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।Advertisementহোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের চলমান সংঘাতের ফলে এপারে চলে আসা গুলিতে এক শিশু নিহত হয়েছে৷ সড়ক অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

স্থানীয়রা জানান, গত দুই-তিন দিন ধরে ওপারে রাখাইনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর