শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
26 C
Dhaka
Homeজেলার খবর১৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

১৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩ ৯:২৬
প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০২৩ ৯:১০

গাজীপুরের শ্রীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর শুরু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের দুমড়ে মুচড়ে যাওয়া অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ৩০০ ফুট রেল লাইনে নতুন করে পাত বসানো হচ্ছে। যার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত শেষে রিলিফ ট্রেন চালানো হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোর ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর