শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
15 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে ইটভাটার অটো মেশিনে পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ফটিকছড়িতে ইটভাটার অটো মেশিনে পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ডিসেম্বর ২৬, ২০২৫ ৭:৪৪

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে পাইন্দং ইউনিয়নের রেজাউল করিমের মালিকানাধীন এম এ ব্রিক্স নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রায়হান উদ্দীন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি এম এ ব্রিক্স ইটভাটায় অটো ব্রিকস মেশিনের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মেশিনে মাটি সরবরাহ করার সময় অসাবধানতাবশত রায়হানের একটি পা মেশিনে আটকে যায়। একপর্যায়ে মেশিনটি তাকে ভেতরে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, নামাজ শেষে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে অটো ব্রিকস মেশিন থেকে রায়হান উদ্দীনের মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে।

ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী জানান, অটো ব্রিকস মেশিনে মাটি দেওয়ার সময় অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। মেশিনে আটকে যাওয়ার পর তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর