শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeগ্যাজেটসএবার মেসেঞ্জারেও এডিট করা যাবে পাঠানো মেসেজ

এবার মেসেঞ্জারেও এডিট করা যাবে পাঠানো মেসেজ

প্রকাশ: ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:১৭

হোয়াটসঅ্যাপের পর এবার মেসেজ পাঠিয়ে এডিট করা যাবে মেসেঞ্জারেও। সম্প্রতি এই ফিচার আনল মেটার মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ইতিমধ্যে ব্যবহারকারীরা এই ফিচার উপভোগ করতে শুরু করেছেন।

নতুন এই ফিচারের আওতায় কাউকে মেসেজ পাঠিয়ে সেই মেসেজ পড়ার আগেই এডিট করা যাবে। এমনকি অপরপক্ষ মেসেজটি পড়লেও এডিট করা যাবে। তবে মেসেজের উপরে লেখা থাকবে এডিটেড ট্যাগ।

মেসেঞ্জারে এডিট করার এই সুবিধা মিলবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে। ১৫ মিনিট পর আর এডিট করা যাবে না।

পাঠানো মেসেজ এডিট করার এই সুবিধায় একটুখানি শর্তও জুড়ে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তারা জানিয়েছে এডিট করার এই ফিচারের যাতে অপব্যবহার না হয় সেজন্য কেউ এডিটেড মেসেজে রিপোর্ট করলে তাকে আগের মেসেজটি দেখানো হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর