বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
27 C
Dhaka
Homeগ্যাজেটসহৃদরোগ নির্ণয় ও চিকিৎসায় কাজ করছে অ্যাপল ওয়াচ

হৃদরোগ নির্ণয় ও চিকিৎসায় কাজ করছে অ্যাপল ওয়াচ

প্রকাশ: আগস্ট ২৯, ২০২৪ ৫:০৭

সৌখিনতা আর আভিজাত্যের প্রতীক হিসেবে অনেকের হাতে শোভা পায় অ্যাপল। ফিচার আর আধুনিকতায় যেন জুড়ি নেই অ্যাপলের। সে অ্যাপলের আইফোন থেকে শুরু করে স্মার্টওয়াচ এখন সবার কাছে কমবেশি পরিচিত নাম। এবার অ্যাপল স্মার্টওয়াচের নতুন ফিচার সামনে আসছে। হৃদরোগ নির্ণয় ও চিকিৎসায়ও কাজ করছে এটি।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ‍টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সময় দেখার জন্য শখের বসে ব্যবহার করা স্মার্টওয়াচ এখন হৃদরোগ নির্ণয় ও চিকিৎসা কাজেও ব্যবহৃত হচ্ছে। ব্যবহারকারীদের হৃৎস্পন্দনসহ স্বাস্থ্যের বিভিন্ন তথ্য জানাতে পারে এটি। ফলে এটির মাধ্যমে দূরে থাকা রোগীর স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় জানার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন চিকিৎসকরা।

যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন মেডিসিনের কার্ডিওলজিস্ট ও মেডিসিনের অধ্যাপক রড পাসম্যান জানিয়েছেন, স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অ্যাপল ওয়াচ। এটি ব্যবহারকারীর হৃৎপিণ্ডের গতি পর্যবেক্ষণসহ অস্ত্রোপচারের পর স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য পেতে সহায়তা করে। ফলে দূর থেকে রোগীর হৃৎপিণ্ডের কার্যকারিতা সম্পর্কে বিভিন্ন ধারণা পাওয়া যায়। অনেকে এটিকে শুধু রোগ নির্ণয়ের জন্য নয়, অস্বাভাবিক শারীরিক সমস্যা সম্পর্কে জানতেও ব্যবহার করছেন।

চিকিৎসায় অ্যাপল ওয়াচের গ্রহণযোগ্যতার বিষয়ে তিনি বলেন, এটির মাধ্যমে সম্পূর্ণরূপে স্বাস্থ্য পরীক্ষা করা যায় না। তবে এটি পরীক্ষা-নিরীক্ষার সহায়ক যন্ত্র হতে পারে। আমরা চিকিৎসা শুরুর আগে সব সময় মেডিকেল গ্রেড নিশ্চিতকরণের বিষয়টি জানতে চাই। এটি রিয়েল টাইম মনিটরিং ও ডেটা সংগ্রহের পাশাপাশি রোগীর সচেতনতাও বাড়িয়ে দেয়।

গত বছর অ্যাপল ওয়াচ-৯ বাজারে আসে। এটিতে ব্যবহারকারীর শারীরিক তথ্য জানার জন্য বেশকিছু সুবিধা রয়েছে। ফলে এটি ব্যবহারকারীর হৃৎপিণ্ডের কার্যকারিতা পর্যবেক্ষণের পাশাপাশি অস্বাভাবিকভাবে উচ্চ বা নিম্ন হৃৎস্পন্দন ও অনিয়মিত ছন্দ (অ্যারিথমিয়াস) শনাক্ত করতে পারে। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এসব তথ্য জানতে পারেন ব্যবহারকারীরা। ফলে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য জানাও সম্ভব।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর