শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
26 C
Dhaka
Homeরাজনীতিসংরক্ষিত মহিলা আসনে গুরুত্ব পাবে ত্যাগীরা : ওবায়দুল কাদের

সংরক্ষিত মহিলা আসনে গুরুত্ব পাবে ত্যাগীরা : ওবায়দুল কাদের

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪ ৬:৪৭
প্রকাশ: জানুয়ারি ৩১, ২০২৪ ৪:৪২

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের ক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন নেয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেয়ার সুযোগ খুব কম।

তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসনে দলগতভাবে ৩৮টি, আর স্বতন্ত্র থেকে ১০ জন মিলিয়ে ৪৮টি মনোনয়ন দেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, পথ হারা পথিকের মতো দিশেহারা বিএনপি। বিএনপির নেতাদের বক্তব্যের প্রতি দেশের মানুষের কোনো আগ্রহ নেই। আমাদেরও কোনো আগ্রহ নেই।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর