বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
26 C
Dhaka
Homeরাজনীতিলটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৫ ১:০০

মাঠপ্রশাসনের বদলি পরিকল্পিত এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানিয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ সব কথা বলেন তিনি।

এ সংলাপে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, নির্বাচন কমিশন আচরণবিধি প্রতিপালনে সিদ্ধান্তহীনতায় ভুগছে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু আয়োজনে ইসির মুখের কথার বাস্তবায়ন হলে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাসির উদ্দিন কমিশনের নাম।

স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব বলেও জানান তিনি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর