শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
26 C
Dhaka
Homeজেলার খবরচিকিৎসক ছাড়াই সিজার, পরিচালকের জেল-জরিমানা

চিকিৎসক ছাড়াই সিজার, পরিচালকের জেল-জরিমানা

প্রকাশ: মার্চ ১৫, ২০২৪ ২:৫৮

চিকিৎসক ছাড়াই অপারেশনের দায়ে হবিগঞ্জে নিবন্ধনহীন একটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে সাতদিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে হবিগঞ্জের বাসস্ট্যান্ড এলাকার পপুলার জেনারেল হাসপাতালে অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুল হক এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে পপুলার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় তারা দেখতে পান, কোনো চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক গৃহবধূর সিজারিয়ান অপারেশন চলছে। পরে ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে অপারেশন সম্পন্ন করান সিভিল সার্জন।

বিকেলে নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অপারেশনের দায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে পৃথক দুটি ধারায় এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর