রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
20 C
Dhaka
Homeজীবনযাপননয় দিনে মৃত্যু ১১ জনের

নয় দিনে মৃত্যু ১১ জনের

প্রকাশ: এপ্রিল ৩০, ২০২৪ ৮:৫৯

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে তীব্র তাপপ্রবাহের ফলে নতুন করে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হিট স্ট্রোকে ১১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আরও ১ জন নতুন করে হিট স্ট্রোকের শিকার হয়েছেন। তাকে নিয়ে গত ৯ দিনে ১৬ জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২২ এপ্রিল থেকে আজ (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত ৯ দিনে সারা দেশে ১৬ জন ব্যক্তি হিট স্ট্রোকের শিকার হয়েছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও দুজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি নারী, তিনি চট্টগ্রামে ফটিকছড়ির বাসিন্দা। মৃত বাকি ১০ জনের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ দুজন। আর একজন করে মারা গেছেন খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও মাদারীপুরে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর