রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
20 C
Dhaka
Homeবাংলাদেশমিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন

প্রকাশ: মে ১৮, ২০২৪ ১:০৩

ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

রাজধানীর ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটসহ কাজ করছে ৫ ইউনিট ।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের সহকারী উপরিচালক শাহজাহান সরদার বলেন,

ছয় তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ১০টা ৪০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। তৎক্ষণাৎ সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়াও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট পরবর্তীতে যোগ দেয়। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট।

তিনি বলেন, ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আসে ১১ টা ৪৫ মিনিটে। আগুন সম্পূর্ণ নির্বাপণে আসে ১১ টা ৫৭ মিনিটে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর