শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
29 C
Dhaka
Homeবিশেষ সংবাদসহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে সরকারি কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ

সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে সরকারি কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ

প্রকাশ: জুলাই ২৯, ২০২৪ ৮:২৫

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) সরকারি কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ এবং দোয়া অনুষ্ঠান করবেন।

আজ সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৫ জুলাইয়ের পর থেকেই আন্দোলনে নামেন সাথারণ শিক্ষার্থীরা। এ আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুরসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে।
এসব ঘটনায় ১৪৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমন তথ্য দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর সংবাদ তাদের হিসাবে রয়েছে। এর মধ্যে ছাত্র যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেও রয়েছেন। এখানে বিভিন্ন শ্রেণি–পেশার, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর