দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী ২১ আগস্ট থেকে দেশটির রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্তরা। পরের ম্যাচ ৩০ আগস্ট, করাচি। প্রথম ম্যাচে দর্শকদের জন্য সুখবর থাকলেও দ্বিতীয় ম্যাচে নেই।
দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। কেননা, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সামনে রেখে চলছে করাচি স্টেডিয়ামের সংস্কারের কাজ। গাদ্দাফি স্টেডিয়ামেও চলছে সংস্কার।
তবে যেহেতু বাংলাদেশের টেস্ট করাচিতে, তাই দর্শকদের প্রবেশের সুযোগ না দিতে পেরে দুঃখ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পিসিবি বলে, ‘ভক্তদের স্বাস্থ্য ও নিরাপত্তাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। খুব সতর্কতার সঙ্গে সব ধরনের বিকল্প নিয়ে ভাবার পরই আমরা দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি আয়োজন করার সবচেয়ে নিরাপদ পথ বেছে নিয়েছি।’
পিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ‘দর্শকদের বঞ্চিত করার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। তবে আমরা আমাদের ভক্তদের এই বলে আশ্বস্ত করতে চাই যে, স্টেডিয়ামের চলমান উন্নয়নকাজ শেষ হলে তারা আরও ভালোভাবে খেলা দেখতে পারবেন।’