রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
22 C
Dhaka
Homeখেলাবিশ্বকাপ চলে গেল সংযুক্ত আরব আমিরাতে

বিশ্বকাপ চলে গেল সংযুক্ত আরব আমিরাতে

প্রকাশ: আগস্ট ২১, ২০২৪ ২:০১

চলতি বছরের অক্টোবরের শুরুতে বাংলাদেশে হওয়ার কথা ছিল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

মঙ্গলবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিশ্বকাপের স্থান পরিবর্তনের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। টুর্নামেন্টটি চলতি বছরের ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

বাংলাদেশের ছাত্র আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা দেশে আসরটির আয়োজন শঙ্কায় ফেলে দেয়। যদিও বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার আশাবাদী ছিল আয়োজন নিয়ে তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হচ্ছে না। আইসিসি বিশ্বকাপ সরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভার আলোচনা থেকে ইঙ্গিত পাওয়া গেছে, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্ব আসর আয়োজন করা সম্ভব নয়—এই মতামত আইসিসির বোর্ড সদস্যদের মধ্য থেকে উঠে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্তে সম্মত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, বিসিবি অফিসিয়াল হোস্ট হিসেবে থেকে যাবে, যদিও টুর্নামেন্টটি আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরও পরিস্থিতি শান্ত হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়ে উদ্বেগ প্রকাশ করা হয় যে, এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভবত সঠিক সিদ্ধান্ত হবে না।

অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলিও এই বিষয়ে মত প্রকাশ করে বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মতো একটি দেশে বিশ্বকাপ খেলা কঠিন হবে। মানবিক দিক থেকে এটাকে সঠিক মনে হয় না। আমি মনে করি, এটা হয়তো ভুল সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি সামলানো বিশ্বকাপের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ,’ মন্তব্য করেন হিলি। তবে তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির উপর ছেড়ে দেন।

ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সম্প্রতি আবহাওয়া জনিত কারণ এবং আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি বিবেচনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর ফলে আইসিসির হাতে বিকল্পের সংখ্যা কমে যায়। যদিও জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা আগ্রহ দেখিয়েছে তবে সংযুক্ত আরব আমিরাতকে সেরা পছন্দ হিসেবে বিবেচনা করা হয় শেষ পর্যন্ত। এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল, সেখানে অনুকূল আবহাওয়া এবং বাংলাদেশের সাথে টাইম জোনের মিল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর