শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
30 C
Dhaka
Homeবিশ্বইরানে আবারও বিস্ফোরণ

ইরানে আবারও বিস্ফোরণ

প্রকাশ: জুন ২৪, ২০২৫ ৯:৩৮

ইরান ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পরও ইরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম স্টুডেন্ট নিউজ এজেন্সি ইসনা জানিয়েছে, উত্তরাঞ্চলের শহর বাবোলসারের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে। এ ঘটনার পর শহরজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে।এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইরানে হামলা হয়নি বলে দাবি করেছে ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে ইসরায়েলেরর সবশেষ অভিযানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, তেহরানের কাছে সবশেষ হামলা চালানো হয়েছে। এ হামলায় রাডার ব্যবস্থাপনা ধ্বংষ করা হয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইরানে হামলা চালায়নি ইসরায়েল।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ট্রাম্প ইসরায়েলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধের সব উদ্দেশ্য অর্জন করেছে। তিনি যুদ্ধবিরতির স্থিতিশীলতার প্রতিও আস্থা প্রকাশ করেছেন।

এর আগে স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েলের এ হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন, ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এ কঠোর সতর্কবার্তা দেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসরায়েল, বোমাগুলো ফেলো না। তিনি আরও লেখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর