রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের দুর্দান্ত ব্যাটিং করেন লিটন দাস। সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে দারুণ সব শটে খেলেন ৫৬ রানের ইনিংস। যদিও শতক না করতে পারার আক্ষেপ নিয়ে ফিরে যান সাজঘরে।
তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দলের প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে ওঠে তার ব্যাট। ঘুচান প্রথম টেস্টে শতক করতে না পারার আক্ষেপও। এক সময়ে ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে কক্ষপথে আনে লিটন-মিরাজের ১৬৫ রানের রেকর্ড জুটি।
হাসান মাহমুদকে নিয়ে গড়েন ৬৯ রানের আরও এক জুটি। নিজে খেলেন ২২৮ বলে ১৩৮ রানের এক ইনিংস। জিতেন ম্যাচসেরার পুরস্কার। এরপর খবর আসে আইসিসির র্যাঙ্কিংয়ে উন্নতির খবর।
২৭তম স্থানে থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন তিনি। দ্বিতীয় টেস্ট শেষে ১২ ধাপ এগিয়ে ৬৬৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে আসেন তিনি। র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এমনটাই জানায় আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ১৩৮ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে উঠে এসেছেন লিটন। ভুলটা হয়েছে এখানেই। এর আগে গত ২০২২ সালের ডিসেম্বরে নিজের ক্যারিয়ার সেরা ১২তম স্থানে ছিলেন তিনি।
এর আগে একই বছরের মে মাসে ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো ক্যারিয়ারসেরা ১২তম স্থান ছিলেন ডানহাতি এ ব্যাটার। তবে বর্তমানে ১২ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন লিটন।