শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
19 C
Dhaka
Homeখেলা৮২ বছর বয়সেও হার মানলেননা কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ

৮২ বছর বয়সেও হার মানলেননা কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ

প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২৬ ১০:২০

বাংলাদেশের দাবা খেলায় এক আলাদা মর্যাদা অর্জন করেছেন কিংবদন্তি রাণী হামিদ। বয়সের কাছে হার মানেননি তিনি; বরং ৮২ বছর বয়সেও চমক দিয়ে চলেছেন। সম্প্রতি অনুষ্ঠিত মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় নতুন করে সবার মন জয় করেছেন তিনি।

বাংলাদেশ আনসার ও ভিডিপির হয়ে খেলেছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ, alongside মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।রাণী হামিদ বলেন, “আমি চারটি গেম খেলেছি। পুরো দল ভালো খেলায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আগের আসরে পুলিশের হয়ে খেলেছিলাম এবং চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই বয়সেও নিয়মিত খেলতে পেরে ভালো লাগছে। শরীর ও মাথা ঠিক থাকলে খেলা চালিয়ে যেতে কোনো সমস্যা নেই। ফেব্রুয়ারি মাসে ৮২ পেরিয়ে ৮৩ বছরে পা দেব। যতদিন সুস্থ থাকব, ততদিন খেলব।”

বাংলাদেশ আনসার ও ভিডিপি ৭টি ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরাজিত থাকার সত্ত্বেও একই পয়েন্ট পেয়ে রানার্স-আপ হয় বাংলাদেশ নৌবাহিনী। ম্যাচ পয়েন্টের দিক থেকে আনসার ও ভিডিপি ২৪ গেম পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে, যেখানে নৌবাহিনী পায় ২২.৫ গেম পয়েন্ট।

নৌবাহিনী দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম। রাণী হামিদের অব্যাহত খেলা ও অসাধারণ সাফল্য বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে অনুপ্রেরণার এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর