রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
16 C
Dhaka
Homeখেলাপাকিস্তানকে ধবলধোলাই করায় বোনাস পাচ্ছেন শান্তরা

পাকিস্তানকে ধবলধোলাই করায় বোনাস পাচ্ছেন শান্তরা

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৪:৩৪

টেস্ট সিরিজে নিজেদের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়েছেন নাজমুল হোসেন শান্তরা। এতে ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে এই অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রীতি অনুযায়ী, প্রতিটি সিরিজি জয়ের ফলের ওপর জাতীয় দলকে বোনাস দেয় বিসিবি। এক টেস্ট, এক ওয়ানডে ও এক টি-টোয়েন্টি জয়ের জন্য এক রকম অর্থ বোনাস দেওয়া হয়। তবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় এবং ধবলধোলাইয়ের জন্য বড় অংকের বোনাস দেওয়া হয়।

এবার পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জেতায় বাংলাদেশ দল ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পাচ্ছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর