রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
16 C
Dhaka
Homeজেলার খবররুবেলের পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা জামাল

রুবেলের পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা জামাল

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১১:৩৪

ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নি-হত ঝালকাঠির রাজাপুর উপজেলা উত্তর হাইলাকাঠি গ্রামের গামের্ন্টস কর্মী মো. রুবেল হোসেনের কবর জিয়ারত করে তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

নি-হত মো. রুবেল হোসেন এর বাবা মো. মালেক তালুকদারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ আর্থিক সহযোগিতা করা হয়।এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল নিহত মো. রুবেল হোসেন এর কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম আকনসহ দলীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলে। জিয়ারত শেষে রফিকুল ইসলাম জামাল বলেন,‘ আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নি-হত সকল শহীদদের পরিবারের খোঁজ খবর নিচ্ছে বিএনপি। এদের তালিকা করা হয়েছে। বিএনপির ক্ষমতায় আসলে এদের পরিবারকে পুনবাসন করা হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর