শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeআইন আদালতরিমান্ড শেষে কারাগারে ফারুক খান

রিমান্ড শেষে কারাগারে ফারুক খান

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২৪ ১১:২৫

দুই বছর আগে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে দুই দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় ফারুক খানের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে আদালতে আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। এর আগে গত ১৫ অক্টোবর তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।গত ১৪ অক্টোবর গভীর রাতে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হন ফারুক খান।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর