বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
32 C
Dhaka
Homeবাংলাদেশমেঘনার চরে বিশাল আকৃতির তিমি!

মেঘনার চরে বিশাল আকৃতির তিমি!

প্রকাশ: ডিসেম্বর ৫, ২০২৪ ৭:০৭

চরে আটকা পড়েছে বিশাল আকৃতির তিমি মাছ। এত বড় তিমি মাছ সরাসরি দেখেনি দ্বীপের মানুষ। তাই মাছটি দেখতে নদীর তীরে ভিড় করে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের শত শত লোকজন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হাতিয়া উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মেলে বিশাল আকৃতির মাছটির। পরে কোস্টগার্ড গিয়ে এটি নিরাপদে নদীর পানিতে ছেড়ে দেয়।

স্থানীয়রা জানান, জেলেরা সকালে চরে কাকড়া ধরতে গেলে বিশাল এ তিমি মাছটি আটকে থাকতে দেখে। প্রথমে তারা ভয় পেয়ে যায়। পরে তারা রশি বেঁধে টেনে পানিতে নামিয়ে উপকূলে নিয়ে আসে। উপকূলে আনার পর মাছটি আবার উপরের দিকে উঠে যায়। ধারণা করা হচ্ছে রাতের জোয়ারে মাছটি কাদায় আটকা পড়ে আর নামতে পারেনি।

হাতিয়া কোস্টগার্ড জানায়, সকালে জেলেদের কাছে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যায়। এ সময় চরে তিমি মাছটি কাদার সঙ্গে আটকে থাকতে দেখে। পরে জেলেদের সহযোগিতায় এটিকে টেনে পানিতে নামানো হয়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. খালিছুর রহমান জানান, মাছটি প্রায় ৫০ মণের মতো ওজন হবে। মনে হয় মাছটি দলছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরে উঠে যায়। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর