বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
17 C
Dhaka
Homeবাংলাদেশআশু‌লিয়ায় গ‌্যাস সংক‌টের প্রতিবা‌দে গ্রাহক‌দের মানববন্ধন

আশু‌লিয়ায় গ‌্যাস সংক‌টের প্রতিবা‌দে গ্রাহক‌দের মানববন্ধন

আপডেট: জানুয়ারি ৬, ২০২৫ ৬:২৮
প্রকাশ: জানুয়ারি ৬, ২০২৫ ৫:২০

আজ সোমবার (৬ জানুয়া‌রি) সকাল ১০টা থে‌কে ১১টা পর্যন্ত আশু‌লিয়ায় আবা‌সিক লাইন গ‌্যাসের তীব্র সংক‌টের প্রতিবা‌দে নবীনগর-চন্দ্রা মহাসগড়‌কের পাশে ডেন্ডাবর আমার স্কুল এলাকায় মানববন্ধন ক‌রে‌ছেন সাধারন গ্রাহকগণ ।

এসময় গ্রাহকরা জানান, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ১০ তলা রোড, নরিঙ্গারটেক, ডেন্ডাবর প‌শ্চিম পাড়া ও পুর্ব ডেন্ডাবর এলাকার সহশ্রা‌ধিক গ্রাহক নিয়মিত তিতাস গ্যাসের বিল পরিশোধ করলেও তারা লাইনে গ্যাস পাচ্ছেন না। তারা গ্যাস সমস্যার সমাধানের জন্য তিতাস গ্যাসের জোনাল বিপণন (জা‌বিঅ-আশু‌লিয়া) অফিসের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও মানববন্ধন শেষে সাধারন গ্রাহকরা এ সংক্রান্ত অভিযোগ কপি তিতাস গ্যাসের জোনাল বিপণন অ‌ফিসে জমা দেয়ার হয়

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর