বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
20 C
Dhaka
Homeবাংলাদেশভ্যাট প্রত্যাহারে চট্টগ্রামে সাত দিনের আলটিমেটাম

ভ্যাট প্রত্যাহারে চট্টগ্রামে সাত দিনের আলটিমেটাম

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫ ৮:২৭
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২৫ ১১:৫৩

মিষ্টি ও বেকারি পণ্যে আরোপ করা ভ্যাট প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের নেতারা। এ সময়ের মধ্যে সরকার ভ্যাট প্রত্যাহার না করলে বড় আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধনে অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের সভাপতি শহীদুল্লাহ কোরাইশী বলেন, এ সেক্টর ধ্বংস হলে কোটি কোটি মানুষ বেকার হবে, সেই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনে বিরাট ঘাটতির সৃষ্টি হবে। কেননা এ সেক্টরে অনেক পণ্য বিদেশেও রপ্তানি হয়। আমরা সবসময় সরকারের সকল আইন মেনে নিয়মিত ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে ব্যবসা করে থাকি। এরপরেও কিছু কুচক্রীমহলের অপতৎপরতায় বর্তমান এ শিল্প রুগ্ণ শিল্পে পরিণত করার অপচেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জ্বালানি গ্যাস-বিদ্যুৎ-পানির অতিরিক্ত মূল্যবৃদ্ধি, সেই সঙ্গে ময়দা, পাউডার দুধ, চিনি, তৈলসহ বিভিন্ন কাঁচামালের অব্যাহতভাবে মূল্য বেড়ে যাওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানে নাভিশ্বাস উঠেছে। ইতোমধ্যে অনেক কারখানা বন্ধ হয়েছে, আরও অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। তাই আমাদের দীর্ঘদিনের দাবি ভ্যাটের হার ৫ শতাংশ বা তারও নিচে নিয়ে এসে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না। সরকারকে আগামী ৭ দিনের মধ্যে মিষ্টি ও বেকারি পণ্যে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে সর্বনিম্ন হারে ভ্যাট নির্ধারণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।

মিষ্টি ও বেকারি পণ্যে ভ্যাট বাড়ালে নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্তরা বেশি ভুগবে বলে মনে করেন সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন। তিনি বলেন, সম্প্রতি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়িয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ ও ব্যবসায়ী পর্যায়ে ৫ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়। এসব পণ্যের মধ্যে মিষ্টি ও বেকারি পণ্যও রয়েছে। আমাদের বেশিরভাগ পণ্য নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা গ্রহণ করে। ভ্যাটসহ অন্যান্য উপকরণের দাম বাড়লে এসব পণ্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে যাবে। যে কারণে একটা সংকটের সৃষ্টি হবে। এ সংকট সৃষ্টি হলে মানবিক বিপর্যয়ও ঘটবে।

মানবন্ধনে বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি ছালেহ আহমেদ সুলেমান, সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আনোয়ারুল কিবরিয়া, উপদেষ্টা নুরুল আলম, অর্থ সম্পাদক আলাউদ্দীন আল হাসেম, দপ্তর সম্পাদক এম এ সবুর, নির্বাহী সদস্য অধ্যাপক নীলাদ্র কুমার দে বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর