শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeবাংলাদেশদেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

প্রকাশ: ডিসেম্বর ৯, ২০২৩ ৩:১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য বিমানবন্দরে অতিরিক্ত আর্মড পুলিশ মোতায়েন করা হবে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) এ তথ্য জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র।

সূত্রটি জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বর্তমান জনবলের পাশাপাশি অতিরিক্ত ১০০ সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োগ দেয়া হবে এপিবিএনের আরও অতিরিক্ত ৬০ সদস্য। পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত ৫৪ আনসার সদস্য নিয়োগ দেয়া হবে।

এছাড়া সার্বিক নিরাপত্তার স্বার্থে সিকিউরিটি পাশের অপব্যবহার রোধ, সব সিসিটিভি ক্যামেরা সচল রেখে ফুটেজ যথাযথভাবে রেকর্ড করাসহ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বেবিচক সূত্র জানায়, ৩০ নভেম্বর বিমান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে এক সভায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা পর্যালোচনা করে বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরপর ৫ ডিসেম্বর মন্ত্রণালয়ের উপসচিব আহম্মেদ জামিলের সই করা এক চিঠিতে নিরাপত্তা জোরদারের বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে জানিয়ে দেয়া হয়। ওই চিঠিতে নিরাপত্তারক্ষী বাড়ানোসহ ১২টি নির্দেশনা দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত রয়েছেন বেবিচকের নিজস্ব ৫৭৪ নিরাপত্তাকর্মী। এছাড়া ১০৮৫ জন এপিবিএন সদস্য, ৯০২ জন আনসার সদস্যও নিয়োজিত আছেন। ইন্সট্রাকশন রিগার্ডিং এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে বিমানবাহিনী ও জননিরাপত্তা বিভাগ থেকে সংযুক্ত পুলিশ ও আনসারের আরও ২৮৩ সদস্য দায়িত্ব পালন করছেন।

এর বাইরে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় বর্তমানে ২৪টি সংস্থা কাজ করছে। তাদের সবাইকে যার যার দায়িত্ব আন্তরিকভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর