শনিবার, জুন ২৮, ২০২৫
শনিবার, জুন ২৮, ২০২৫
33.1 C
Dhaka
Homeজেলার খবরদিনাজপুরে তিন প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

দিনাজপুরে তিন প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৪ ৪:৪১

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে বীরগঞ্জ উপজেলায় তিন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া তিন প্রিজাইডিং অফিসার হলেন বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, মহিলা কলেজের প্রফেসর রফিকুল ইসলাম ও ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ পাল।

রিটার্নিং অফিসার ফজলে এলাহী জানান, স্বতন্ত্র সংসদ সদস্য জাকারিয়া জাকা (ট্রাক) প্রার্থী তিনজন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচারণের  অভিযোগ দাখিল করেছে। পরে তিনজন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

আগামীকালকের দ্বাদশ জাতীয় নির্বাচনে দিনাজপুর-১ আসনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল, জাতীয় পার্টির শাহিনুর রহমান, ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, এনপিপির জহুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া জাকা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর