শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
26 C
Dhaka
Homeবাংলাদেশবাড়ছে বিদ্যুতের দাম, মার্চ থেকেই কার্যকর: প্রতিমন্ত্রী

বাড়ছে বিদ্যুতের দাম, মার্চ থেকেই কার্যকর: প্রতিমন্ত্রী

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ২:৩৮

আরেক দফা বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম সর্বনিম্ন ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা পর্যন্ত বাড়াচ্ছে সরকার। যা মার্চ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় জানিয়ে নসরুল হামিদ বলেন, ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। প্রতি ইউনিটে দাম বাড়ছে সর্বনিম্ন ৩৪ পয়সা। মার্চ মাস থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে।

মার্চ থেকে গ্যাসের দামও বাড়ছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্পপর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু যে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই গ্যাসের দাম বাড়তে পারে।

গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ করে বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর