বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
26 C
Dhaka
Homeবাংলাদেশআ.লীগ ‘৩২’ অভিমুখে শোকযাত্রা করবে

আ.লীগ ‘৩২’ অভিমুখে শোকযাত্রা করবে

প্রকাশ: আগস্ট ১৫, ২০২৪ ৯:১৩

আজ ১৫ আগস্ট। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার প্রায় পুরো পরিবারসহ হত্যা করা হয়। তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। পরিবর্তিত প্রেক্ষাপটে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনটি স্মরণ করবে।গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের শীর্ষ নেতা, দলের মন্ত্রী ও সংসদ সদস্যরা। কেউ কেউ দেশত্যাগ করেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। উদ্ভূত পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সারা দেশে শোক দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যুক্ত হয়ে নির্দেশনা দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সবাই ঢাকায় চলে আসবে, মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে।

দলীয় সূত্রে জানা যায়, শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সব সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দলের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাদের শোক দিবস উপলক্ষে নেওয়া কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়।

আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেন, দলের পক্ষ থেকে সারা দেশে শান্তিপূর্ণভাবে শোক দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ভবন এবং সারা দেশে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন করা হবে। এদিন সকাল ৭টায় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। এজন্য দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে শোকযাত্রার মাধ্যমে আসতে আহ্বান জানানো হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে মৌন মিছিল বের করা হবে। পরে বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

এদিকে, গোপালগঞ্জে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানবলেন, সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল শেষে শোকসভা করা হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর