শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeবাংলাদেশবন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান খতীবদের

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান খতীবদের

আপডেট: আগস্ট ২৩, ২০২৪ ৭:৪৪
প্রকাশ: আগস্ট ২৩, ২০২৪ ২:৩৫

ভারত থেকে আসা বন্যার পানিতে বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতিসহ দেশের বিভিন্ন জেলাপ্লাবিত হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশের সব মসজিদে জুম্মার নামাজের পর দোয়া এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।এবং প্রত্যেক এলাকায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যে যেভাবে পারেন বন্যার্তদের জন্যসহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এতে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে অনেকেই শুকনো খাবার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন।

ঢাকার মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ত্রাণসামগ্রী সংগ্রহ করছে স্বেচ্ছাসেবকরা। মিরপুরের এভিনীউ-৫ এর বটতলা মোড়ে স্বেচ্ছাসেবক মাহির দাইয়ান জনতা মেইলকে জানান আগামীকাল আমরা ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকবলিত এলাকায় যাব। আমরা বন্যার্তদের জন্য চিরা,বিস্কুট সহ শুকনো খাবার নিয়ে যাব।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আস্তে আস্তে নদীতে পানির চাপ কমতে শুরু করেছে আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর