শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টা থেকে এপেক্স ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা হরিণহাটি এলাকায় কর্মবিরতি দিয়ে মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরাও বোর্ডঘর এলাকায় বিক্ষোভে অংশ নেন।
শ্রমিকরা জানান, অন্যান্য শিল্প কারখানায় বেতন বৃদ্ধি হলেও ওষুধ কারখানায় তা না হওয়ায় তাদের আন্দোলনে নামতে হয়েছে।
তারা অভিযোগ করেন, ন্যায্য দাবি তুললেই কোম্পানির কর্মকর্তারা চাকরিচ্যুতির হুমকি দেন। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন।
মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল রুটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উত্তরের বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার যানবাহন, আন্তঃজেলা পরিবহন ও পণ্যবাহী যান আটকা পড়ে। এতে পথচারী ও যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ মাঠে কাজ করছে। প্রায় সাড়ে নয়টার দিকে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের প্রচেষ্টায় এবং শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাড়ে চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের দাবি আদায়ে কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শ্রমিকদের দাবি পূরণে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।