শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeবাংলাদেশ৮ দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের অবরোধ

৮ দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের অবরোধ

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:৪৬
প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৪ ২:৩৮

রাজধানীর শাহবাগে আট দফা দাবিতে বিক্ষোভ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া ও পুনর্বাসনের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানান বিক্ষোভকারীরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ৮ দফা দাবিতে শাহাবাগে আন্দোলনে নামে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। স্লোগানে স্লোগানে উত্তাল ছিল শাহাবাগ।

আন্দোলনকারীদের প্রধান দাবি তাদের নিরাপত্তা নিশ্চিত করা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর, এর আগেও আন্দোলনে নেমেছিলেন তারা।

হিন্দু ধর্মাবলম্বীদের ঘর-বাড়ি ও মন্দির পোড়ানোর অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেক। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত অন্যদের মন্দির পাহারা দেয়ারও বিরোধিতা করেন তারা।

দ্রুত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া ও পুনর্বাসনের ব্যবস্থা, অবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন, ‘সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়’ গঠনসহ ৮টি দাবি জানান তারা।

দাবি মানা না হলে ২০ সেপ্টেম্বর শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর