বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
29 C
Dhaka
Homeবাংলাদেশবিপ্লবের পরেও জাতিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: শিবির সভাপতি

বিপ্লবের পরেও জাতিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: শিবির সভাপতি

প্রকাশ: অক্টোবর ১৯, ২০২৪ ৮:১৩

চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবের পরেও জাতিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলমান বলে মন্তব্য করেছেন ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের গুম-খুন করা হয়। ছাত্রশিবিরের নেতাকর্মীদের ছাত্রত্ব বাতিল করা হয়।

জাতির যে কোনো দুর্যোগে ছাত্রশিবির সবার আগে এগিয়ে এসেছে জানিয়ে মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামি ছাত্রশিবিরসহ অনেক ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়নি।তিনি বলেন, ছাত্রশিবির চায় ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে সুস্থ রাজনৈতিক ধারা তৈরি হোক, কোনো দলীয় লেজুড়বৃত্তি চায় না ক্যাম্পাসগুলোতে, কোনো গেস্টরুম কালচার চায় না ছাত্রশিবির। আমরা চাই সব ছাত্র সংগঠনের ক্যাম্পাসে সহঅবস্থান নিশ্চিত হোক। যারা এত দিন ক্যাম্পাসে সহঅবস্থানের অধিকার পায়নি, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর