শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
26 C
Dhaka
Homeবাংলাদেশনীলফামারীতে টাকা ছিনতাই, শোকে বৃদ্ধের মৃত্যু

নীলফামারীতে টাকা ছিনতাই, শোকে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: অক্টোবর ২১, ২০২৪ ১০:৩০

নীলফামারীর সৈয়দপুরে ব্যাংক থেকে ঋণের টাকা নিয়ে বের হতেই ছিনতাইকারীর কবলে পড়েন এক বৃদ্ধ। আর টাকা হারানোর এ শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার হয়ে মারা যাওয়া ওই বৃদ্ধের নাম আশরাফ হোসেন (৬৪)। তিনি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের বাসিন্দা।

জানা যায়, সম্প্রতি সৈয়দপুরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত দেড় মাসে শুধু ব্যস্ততম শহীদ তুলসীরাম সড়কেই অন্তত ৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই সময়ে গোটা সৈয়দপুরে অন্তত ১৮টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মৃত আশরাফ হোসেনের ছেলে নাজমুল হোসেন জানান, তার বৃদ্ধ মা-বাবা ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ নিয়েছেন। সোমবার দুপুরে তুলসীরাম সড়কে সেই ঋণের ২৫ হাজার টাকা নিয়ে দুজনই ব্যাংক থেকে বের হন। ব্যাংকের ফটকের কাছেই ছিনতাইকারী চক্রটি ‘বৃদ্ধদের শাড়ি লুঙ্গি দিচ্ছে’ বলে তাদের দুজনকে ভ্যানে চড়িয়ে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানে ভ্যানের ভাড়া দেওয়ার জন্য তার মাকে টাকা বের করতে বলেন।

তিনি টাকা বের করার সময় কৌশলে ঋণের ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় তার বৃদ্ধ বাবা সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আশরাফ হোসেনের হার্ট অ্যাটাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, ছিনতাইয়ের শোকে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি জেনেছি। ব্যাংকসহ সড়কের সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে পুলিশ। ব্যাংক পাড়ায় নিরাপত্তাও বৃদ্ধি করা হচ্ছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর