মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
26 C
Dhaka
Homeজেলার খবরসাংবাদিকদের সাথে রাষ্ট্রযন্ত্রের বিমাতাসূলভ আচরণ বন্ধ করতে হবে: বিএমএসএফ 

সাংবাদিকদের সাথে রাষ্ট্রযন্ত্রের বিমাতাসূলভ আচরণ বন্ধ করতে হবে: বিএমএসএফ 

প্রকাশ: অক্টোবর ৪, ২০২৫ ৬:৩৯

গণমানুষের চাহিদার ভিত্তিতে গণমাধ্যম ও সাংবাদিকদের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

শনিবার (৪ অক্টোবর) দায়িত্বশীল, দক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবিদের এগিয়ে আসতে হবে।

তিনি শনিবার দুপুরে সংগঠনের নারায়ণগঞ্জ বন্দর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। তিনি আরও বলেন, এ পেশার হারানো ঐতিহ্য, মর্যাদা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। নয়তো তলানিতে ঠেকানো পেশার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সাংবাদিকদের সাথে রাষ্ট্র যন্ত্রের বিমাতাসূলভ আচরণ বন্ধ করতে হবে।

বিগত ৫৪ বছরে রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট অতি গুরুত্বপূর্ণ দাবি গুলো পূরণে কোনরূপ সহযোগিতা কিংবা চিন্তাও করেননি। পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা কিংবা সাংবাদিক সুরক্ষার মত অতি গুরুত্বপূর্ণ দাবি আজও অপূরনীয় রয়ে গেছে।

নারায়ণগঞ্জ বন্দর শাখার সভাপতি এস এম শাহিন আহম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিকে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, বিএনপির নেতা মেজবাহ উদ্দিন স্বপন, সেচ্ছাসেবকদল নেতা পাপ্পু আহাম্মেদ, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ বন্দরের বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনীতিবিদ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় নেতা এসএস রুশদী, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন। সভায় ২৫ সদস্য বিশিষ্ট বন্দর উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর