শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
26 C
Dhaka
Homeজেলার খবরস্বজনেরা ছিনিয়ে নিয়ে গেল যুবলীগ নেতাকে 

স্বজনেরা ছিনিয়ে নিয়ে গেল যুবলীগ নেতাকে 

প্রকাশ: নভেম্বর ৫, ২০২৫ ৭:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় হত্যাসহ একাধিক মামলার আসামি গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন তার স্বজনেরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি গাজী বোরহান উদ্দিনকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। তাকে ক্যাম্পে নিয়ে আসলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ দেড় থেকে দুইশো সমর্থক। এ সময় তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন তারা। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে সরাইল থানার উদ্দেশ্যে যাওয়ার সময় অরুয়াইল ফাঁড়ির কাছে হামলা হয়। এক পর্যায়ে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক টিপু সুলতান সাংবাদিকদের বলেন, বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ হেফাজতে আছে কিনা জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ সম্পর্কে বিস্তারিত জানাতে পারব বলেও জানান তিনি ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর