বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
27 C
Dhaka
Homeজেলার খবরঝালকাঠির ৯টি ইউনিয়ন পরিষদে দায়িত্ব পেলেন যারা

ঝালকাঠির ৯টি ইউনিয়ন পরিষদে দায়িত্ব পেলেন যারা

প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:৩৫

গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল মনির, নবগ্রাম ইউনিয়ন পরিষদে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী, কেওড়া ইউনিয়ন পরিষদে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমিত কর্মকার, কীর্তিপাশা ইউনিয়ন পরিষদে উপজেলা সমবার কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাইয়ুম, বাসন্ডা ইউনিয়ন পরিষদে সিনিয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, পোনাবালিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুল আলম জোমাদ্দার, গাবখান-ধানসিড়ি ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, শেখেরহাট ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার, নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. জিয়া উদ্দিন দায়িত্ব পালন করবেন। শুধু বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দিন পলাশ এর স্থানে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।
গত ৬ আগষ্ট থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সেবা বিঘ্নিত হওয়া লাঘব করতে নিবন্ধকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরী করার অনুমতি প্রদান করা হয়েছে এই ৯ কর্মকর্তাকে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল মুঠোফোনে বলেন, ‘বিনয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান মাইনউদ্দিন পলাশ তার ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত থাকায় তাকে বহাল রাখা হয়েছে।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর