আদালতের বিচারক মনিরুজ্জামান ,ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়, ঝালকাঠি ২ আসেনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে সন্ত্রাসী বাহিনী ২০২২ সালের ৭ আগস্ট ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ওপর হামলা চালায়।
এসময় তার গাড়ি ভাঙচুর ও তাকে কুপিয়ে আহত করে।এবংঘটনার সময় আতঙ্ক সৃষ্টির জন্য আসামিরা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় পথচারীরাও বোমার স্প্রিন্টারের আহত হন। মামলার বাদী মিনার মাহমুদ জুয়েল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ছোট ভাই।
মিনার মাহমুদ জুয়েল বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় এতো দিন মামলা করতে পারিনি। এখন ন্যায় বিচার পাওয়ার আসায় প্রায় দুই বছর পর হলেও মামলা করেছি। আসামিরা আমার ভাইসহ বিএনপি নেতাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে। হামলায় আমার ভাইসহ অসংখ্য নেতাকর্মী আহত হন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মামলার কাগজ এখনো হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।