শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
20 C
Dhaka
Homeজেলার খবরতোফাজ্জল হোসেনসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

তোফাজ্জল হোসেনসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪ ১০:২২
প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৪ ৯:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গত বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি সরকারি কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হয়েছে।

স্বৈরাচারের পতনের ফলে বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে।

এই বৈষম্যহীন সমাজে নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা তোফাজ্জল, স্বর্ণা, ফেলানী, বিশ্বজিৎসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর