বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
23 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যদুই দিনে তিন হাজার কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

দুই দিনে তিন হাজার কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৫ ৭:৪৪

চলতি ডিসেম্বর মাসের প্রথম দুই দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় তিন হাজার ২৫ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে মঙ্গলবার এক হাজার ৬৮৩ কোটি ৬০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।আরিফ হোসেন খান বলেন, গত বছরের ডিসেম্বরের প্রথম দুই দিনে প্রবাসী আয় এসেছিল ২০ কোটি ৭০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ১০ শতাংশ।

এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৩২৮ কোটি ৭০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২ ডিসেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ১৩৪ কোটি ৪০ লাখ ডলার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর