মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeশিক্ষাশিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ আবেদন

শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ আবেদন

প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৩ ১০:১০

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ২০২৪ সালের জানুয়ারি মাসে। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় ১৮ লাখ প্রার্থী।

বুধবার (৬ ডিসেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক আবদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায় মিলিয়ে নিবন্ধন পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছন প্রায় ১৮ লাখ প্রার্থী। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে অপরগতা প্রকাশ করেছেন এনটিআরসিএর এ পরিচালক।

গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী আবেদন শুরু হয় ৯ নভেম্বর থেকে। যা চলে ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, আর ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে।

এনটিআরসিএ সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারিত হবে। তাই নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে নির্বাচনের পর সহিংসতার আশঙ্কা না থাকলে আগামী জানুয়ারি মাসেই এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর