বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
16 C
Dhaka
Homeবিনোদনআতিফ আসলাম গোপনে ঢাকায় কনসার্ট করছেন

আতিফ আসলাম গোপনে ঢাকায় কনসার্ট করছেন

প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০২৫ ৮:২৮

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। নিরাপত্তার কারণে বাংলাদেশে ১৩ ডিসেম্বর তার কনসার্ট বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। এরপর এই শিল্পী ঢাকার বিভিন্ন জায়গায় প্রাইভেট শো করেছেন বলে খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আতিফ ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশেও কনসার্ট

করেছেন। যেখানে আতিফ ছাড়াও বাংলাদেশের মিনার ও প্রিতম গান করেন।

আতিফের এই কনসার্ট ঘিরে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই কনসার্ট এআইইউবিএর নিজেদের মাঠে শুরু হয় দুপুর ২টায়। যেখানে শুধু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্টাফরা অংশ নেন। তবে এই কনসার্টে আতিফের অংশগ্রহণের বিষয়ে গোপন রাখা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে সামাজিক মাধ্যমে বাতিল হওয়া কনসার্ট নিয়ে বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লিখেছিলেন, প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজক দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।

তবে আতিফের প্রাইভেট এই কনসার্টগুলো কারা আয়োজন করছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর