মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
24 C
Dhaka
Homeবিনোদন৫০ বছর বয়সে স্নাতকোত্তর পাস করলেন টুইঙ্কেল খান্না

৫০ বছর বয়সে স্নাতকোত্তর পাস করলেন টুইঙ্কেল খান্না

প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২৪ ১:৩৭

কথায় আছে, শিক্ষার কোনো বয়স নাই। প্রচলিত বাক্যটি সত্যি হয়ে ধরা দিল বলিউড তারকা অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্নার বেলায়। ৫০ বছর বছর বয়সে এসে স্নাতকোত্তর পাস করলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতকোত্তর হয়েছেন টুইঙ্কেল। গ্র্যাজুয়েশন ডে তে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন অক্ষয়। তার পরনে ছিল কালো কোট অন্যদিকে টুইঙ্কেল পরেছিলেন সবুজ রঙের একটি শাড়ি।

সে ছবি শেয়ার করে অক্ষয় লিখেছেন, “দুই বছর আগে হঠাৎ একদিন আমাকে তুমি বলেছিলে ফের একবার লেখাপড়া শুরু করতে চাও। সেই মুহূর্তে মনে হয়েছিল, যা তুমি বলেছিলে সত্যি করবে কি না। কিন্তু আমার এই সংশয় ভুল ছিল। তোমাকে আমি দিনরাত লেখাপড়া করতে দেখেছি। একইসঙ্গে বাড়ি, ক্যারিয়ার, আমাকে আর আমাদের সন্তানদেরও সামলাতে দেখেছি। আমি জানি একজন সুপারওম্যানকে বিয়ে করেছি আমি। আজ তোমার এই দিনে মনে হচ্ছে আমারও আরও পড়াশোনা উচিত ছিল। তা হলে হয়তো তোমার এই কৃতিত্বকে সঠিক শব্দে বর্ণনা করে বোঝাতে পারতাম, তুমি আমাকে কতটা গর্বিত করেছ।”

ছোট বয়সে সিনেমায় কাজ করা শুরু করেছিলেন বলে লেখাপড়াটা অপূর্ণই থেকে যায় টুইঙ্কলের। কিন্তু লেখাপড়া শেষ না হওয়ার গ্লানি নিয়ে বারবার হাহুতাশ করেননি তিনি। উল্টো বসেছেন পড়ার টেবিলে। মাঝবয়সে এসে দেখিয়েছেন চাইলেও স্বপ্ন পূরণ করা যায়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর