শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeবিনোদনদেশে মুক্তি পাচ্ছে না ‘ফাইটার’

দেশে মুক্তি পাচ্ছে না ‘ফাইটার’

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪ ১২:১২
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৪ ৮:১৮

ভারতসহ বিভিন্ন দেশে আজ ২৫ জানুয়ারি ‘ফাইটার’ মুক্তি পেলেও বাংলাদেশে চলছে না। শোনা গিয়েছিল একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে হৃতিক রোশনের ছবি ‘ফাইটার’। জানা গিয়েছিল এদিন বিকেলে সেন্সর বোর্ডে দেখানো হবে ছবিটি। তারপর নেয়া হবে সিদ্ধান্ত। এবার জানা গেল, বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘ফাইটার’।

জানা গেছে, ভাষার মাসে বিদেশি ছবি চালানোর পক্ষে না সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। বিষয়টি নিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশান কাট’ এর কর্ণধার অনন্য মামুন বরাবর একটি চিঠিও প্রদান করেছে তারা। সেখানে মামুনের সহায়তা চাওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, “আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘ফাইটার’ আমদানি করে আগামি ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গিকার করে একটি অঙ্গিকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেয়ার বিশেষ অনুরোধ করছি।”

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মামুন বলেন, ,“বাংলাদেশে ‘ফাইটার’ আমরা রিলিজ করব না। কারণ ইন্ডিয়ান প্রযোজক ৬ দিনের জন্য সিনেমা রিলিজ করবে না।”

ফাইটার প্রযোজনা করেছে ভায়াকম১৮ মোশন পিকচার্স। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে হৃতিকের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয় প্রমুখ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর