বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
27 C
Dhaka
Homeবিনোদনএফডিসিতে ১৯ সংগঠনের জরুরি বৈঠক

এফডিসিতে ১৯ সংগঠনের জরুরি বৈঠক

প্রকাশ: মে ২২, ২০২৪ ২:৫০

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ ১৯ সংগঠনের জরুরি বৈঠক আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (২২ মে) সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত হচ্ছেন এফডিসিতে। আনাগোনা বেড়েছে শিল্পী সমিতির সদস্যদেরও

বৈঠকে শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সূত্রের খবর, বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম নিয়েও আলোচনা হবে। এ ছাড়া বারবার শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়ে মামলার কারণে যৌথ সভায় চিত্রনায়িকা নিপুন আক্তারকে ‘বয়কট’র সিদ্ধান্ত আসতে পারে।

নিপুনের সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ডিপজলের বিরুদ্ধে রিটের পর থেকেই ক্ষিপ্ত শিল্পীরা। অভিনেত্রীর এই মামলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সিনিয়র শিল্পী, পরিচালক ও প্রযোজকরা।

এ ছাড়া মিশা-ডিপজলকে অশিক্ষিত বলে কটাক্ষ করায় প্রতিবাদ জানিয়ে এই নিপুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করবেন শিল্পীরা। এতে অংশ নেওয়ার কথা রয়েছে নিপুন সমর্থিত ১০৩ জন শিল্পীদেরও।

সম্প্রতি তারা মিশা-ডিপজল প্যানেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর