রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
19 C
Dhaka

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

0

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চ্যাট ফিচার। এ জন্য হোয়াটসঅ্যাপের ডিজাইন কিছুটা পরিবর্তন হবে। নতুন আদলে কেমন হবে হোয়াটসঅ্যাপের ডিজাইন– তার রোল আউট চলছে বেটা সংস্করণে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজ চায়না জানায়, প্রথম ধাপে শুধু অ্যান্ড্রয়েড সংস্করণেই এআই চ্যাট ফিচারের রোল আউট দৃশ্যমান হবে। চলতি বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপ এআই চ্যাটবোটের সাপোর্ট চালু করার জন্য উদ্যোগের আভাস দিয়েছিল। বর্তমানে এআই চ্যাটবট সেবা কেবল আমেরিকান গ্রাহকেরা পাচ্ছেন।

যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৩.২৪.২৬ এই ভার্সান আপডেট করা হয় তাহলে কিছু ব্যবহারকারী নতুন শর্টকাট দেখতে পাবেন যা এআই ভিত্তিক চ্যাটের জন্য তৈরি হয়েছে। মূল চ্যাট লিস্টের ডানদিকে একটি ফ্লোটিং অ্যাকশন বাটন থাকছে। সাদা রঙের একটি বাটনের চারদিকে রয়েছে বিভিন্ন রঙ দিয়ে তৈরি একটি রিং। নতুন চ্যাট বাটনের ওপরে এটি দেখা যাবে।

চ্যাটবটের সাহায্যে ব্যবহারকারীদের যাবতীয় অনুসন্ধানের জবাব দেওয়া যাবে। এর পাশাপাশি বিং ব্যবহার করে ওয়েব সার্চও করা যাবে।

কাঁচা হলুদে হজমশক্তি  বাড়ে

0

খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার এখনও বিকল্প নেই। কাঁচা হলুদ রক্ত পরিষ্কার রাখে এবং একইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আবার করোনা প্রতিরোধেও হলুদের ভূমিকা রয়েছে। হলুদে থাকা কারকিউমিনের অনেক গুণাগুণ রয়েছে। তবে ঝাঁঝালো এই হলুদ কীভাবে শুধু খাওয়া যায়- এটাই প্রশ্ন হয়ে দাঁড়ায়।

চিকিৎসকরা বলছেন, দুধ দিয়েই খেতে হবে হলুদ। কারণ হলুদের প্রধান উপাদান কারকিউমিনকে পুরোপুরি কাজে লাগাতে পারে দুধ। পানি বা গুড়ের সঙ্গে হলুদ মিশিয়ে খেরে কারকিউমিনের অনেকটা শোষিত হয় না। এছাড়া গোলমরিচের সঙ্গে বেটে হলুদ খাওয়া যায়। কারণ, গোলমরিচে আছে পিপারিন। তা কারমিউমিনের  কার্যক্ষমতা প্রায় ২০০০ শতাংশ বাড়িয়ে দেয়। গুঁড়ো হলুদ একেবারেই নয়। কারণ, এতে ভেজাল হিসেবে থাকতে পারে বিষাক্ত মেটালিন হলুদ রং, বার্লি, ময়দা ইত্যাদি। ফলে কাঁচা হলুদই খেতে হবে। প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে তা শুকিয়ে নিয়ে টুকরো করেও খাওয়া যায়, অথবা বেটে নেয়া যায়।

বিজ্ঞানীরা বলছেন, ৫০০-১০০০ মিলিগ্রাম হলুদ খেলে ভালো। তবে একবারে ২৫০ মিলিগ্রাম হলুদই যথেষ্ট। সকালে ও রাতে দুই বেলা ২৫০ মিলিগ্রাম করে খাওয়া যেতে পারে। সকালে খালিপেটে হলুদ খেতে পারেন। আবার রাতে ঘুমোনোর আগে হলুদ-দুধ খেতে পারেন। তবে খেয়াল রাখুন যেন বেশি না খেয়ে ফেলেন। তাতে ক্ষতি হতে পারে।

নির্বাচনে মোট প্রার্থীর এক-চতুর্থাংশই স্বতন্ত্র

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গতকাল শুক্রবার থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। এই নির্বাচনে ৩০০টি আসনে প্রার্থী হতে সর্বমোট ২ হাজার ৭১১টি মনোনয়নপত্র জমা হয়েছে। এরমধ্যে ৩২টি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে মনোনয়নপত্র জমা পড়েছে ১ হাজার ৯৬৬টি। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছে ৭৪৭টি। ফলে দেখা যাচ্ছে, মোট প্রার্থীর এক চতুর্থাংশই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা  করেছেন। গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানান। ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮টি আসনে মোট মনোনয়নপত্র দাখিল করেছে ৩০৩টি। পাঁচটি আসনে তাদের দুজন করে প্রার্থী রয়েছে। অপরদিকে জাতীয় সংসদে বিরোধীদল জাতীয় পার্টি ২৮৬টি আসনে ৩০৪টি মনোনয়নপত্র জমা দিয়েছে। ১৮টি আসনে তাদের দুজন করে প্রার্থী রয়েছে। অন্যান্য দলগুলোর মধ্যে জাকের পার্টি (গোলাপ ফুল) ২১৮টি, তৃণমূল বিএনপি ১৫১টি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি ১৪২টি, বাংলাদেশ কংগ্রেস ১১৬টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (মশাল) ৯১টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) ৭৪টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফোরাম-বিএনএফ (টেলিভিশন) ৫৫টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ৪৯টি, বাংলাদেশ তরীকত ফেডারেশন-বিটিএফ (ফুলের মালা) ৪৭টি, ইসলামী ঐক্যজোট ৪৫টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ৩৯টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট (মোমবাতি) ৩৭টি, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ৩৪টি এবং ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি) ৩৩টি মনোনয়নপত্র জমা দিয়েছে।

এছাড়াও গণফ্রন্ট (মাছ) ২৫টি, জাতীয় পার্টি-জেপি (বাইসাইকেল) ২০টি, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি) ১৮টি, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ১৩টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) ১৩টি, গণতন্ত্রী পার্টি (কবুতর) ১২টি গণফোরাম উদীয়মান (সূর্য) ৯টি, সাম্যবাদী দল (চাকা) ছয়টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ম্যাপ (কুঁড়েঘর) ছয়টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাত [পাঞ্জা]) পাঁচটি, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) দুটি, জমিয়তে উলামায়ে ইসলাম (খেজুর গাছ) একটি, খিলাফত মজলিস (রিকশা) একটি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল একটি করে মনোনয়নপত্র দাখিল করেছে। এদিকে বিএনপিসহ (ধানের শীষ) নিবন্ধিত দলগুলোর মধ্যে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি, ইসলামী আন্দোলন (হাতপাখা), সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল), খিলাফত মজলিস (দেয়াল ঘড়ি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (সিংহ), ইনসানীয়ত বিপ্লব বাংলাদেশ (আপেল), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (মোটরগাড়ি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (গরুর গাড়ি) এবং বাংলাদেশ ন্যাশনাল আর্মি পার্টি বাংলাদেশ ন্যাপ (গাভী) নির্বাচনের অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, শুক্র থেকে সোমবার পর্যন্ত এসব মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলবে ৫ থেকে ৯ ডিসেম্বর। সেগুলো নির্বাচন কমিশনে নিষ্পত্তি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার আগে দলীয়ভাবে জানাতে হবে তাদের চূড়ান্ত প্রার্থী কারা। এরপর ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে জানা যাবে, কারা থাকছেন ৭ জানুয়ারি ভোটের লড়াইয়ে।

রাতে ঘুমানোর আগে বিশেষ আমল

0

মুমিন মুসলমানের প্রতিটি কাজকর্মই ইবাদত, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার মাধ্যমে যদি তা করা হয়। সারাদিনের কাজ কর্ম শেষে মানুষ যখন রাতে ঘুমাতে যায় তখন বিশেষ কিছু আমল বা দোয়া পড়তে হয়; তাতে যেন ঘুমটিও ইবাদতে পরিণত হয়।

দোয়াগুলোর ফজিলত অনেক বেশি। এসব দোয়া বান্দার মর্যাদা আরো বহু গুণে বাড়িয়ে দেয় এবং আল্লাহর নৈকট্য লাভ সহজ হয়।

(১) ঘুমানোর আগে সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত তেলাওয়াত করা, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘তুমি যখন শয্যা গ্রহণ করবে, তখন আয়াতুল কুরসি পড়বে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না’। (বুখারি)

(২) ঘুমানোর আগে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তথা ২৮৫-২৮৬ নম্বর পাঠ করলে অনেক কল্যাণ সাধিত হয়। মহানবী (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করবে, তার জন্য তা (সব সমস্যার সমাধানে) যথেষ্ট হবে’। (বুখারি ও মুসলিম)

(৩) একইভাবে ঘুমানোর সময় সূরা মুলক পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। হজরত জাবির (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) সূরা মুলক না পড়ে ঘুমাতেন না’। (মিশকাত)

(৪) সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবর পড়াও সুন্নত। মহানবী (সা.) এরশাদ করেন, ‘আমি কি তোমাদের উত্তম জিনিসের সন্ধান দেবো না? যখন তোমরা বিছানায় যাবে, তখন ৩৪ বার ‘আল্লাহু আকবর’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৩ বার ‘সুবহানাল্লাহ’ বলবে। এটাই তোমাদের জন্য উত্তম প্রতিদান’। (বুখারি)

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৪৬৮

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন ঢাকার বাসিন্দা। শুক্রবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৮ জন। এরমধ্যে ঢাকা সিটির ১৩৮ জন এবং ঢাকা সিটির বাইরে ৩৩০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৩৫৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৭ হাজার ৩৭৩ জন। মারা গেছেন ১ হাজার ৬২৮ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪১ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮৭ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

 

এবার ‘আইনজীবী’ হলেন মোশাররফ করিম

0

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক-ওয়েব সিরিজ উপহার দিয়েছেন। প্রায় প্রতি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। এবার নতুন এক রূপে পর্দা মাতাতে আসছেন মোশাররফ করিম।

নির্মাতা সোহরাব হোসেন দোদুলের পরিচালনায় ওয়েব সিরিজে ‘মোবারকনামা’ নিয়ে আসছেন মোশাররফ করিম। এবারই প্রথম দোদুলের সঙ্গে কাজ করলেন তিনি। সিরিজটি আট পর্বে নির্মিত হয়েছে। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে কলকাতায় সিরিজটির সম্পাদনার কাজ চলছে। আর এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম যেখানে মোবারক নামের একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।

মূলত পেশাগত জীবনে একজন সফল ও সৎ আইনজীবীর জীবন নিয়ে চিত্রায়িত হয়েছে ‘মোবারকনামা’। এই আইনজীবী ব্যক্তিগত সমস্যাকে উপেক্ষা করে আইনি পেশায় সবসময় নিজের সততা ও শক্তির জানান দিয়েছেন, কখনো হার মানেননি। কিন্তু একটি ভুল সিদ্ধান্তে মোবারক আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নিয়ে স্বেচ্ছায় অবসরে চলে যান। এরপর হঠাৎ চাঞ্চল্যকর একটি মামলা বদলে দেয় তার সিদ্ধান্ত।

‘মোবারকনামা’ওয়েব সিরিজ প্রসঙ্গে নির্মাতা দোদুল বলেন, ‘প্রায় বছরখানেক আগে এই সিরিজের পরিকল্পনা হয়। গল্পটি নিয়ে গত এক বছরে অনেক আলাপ করেছি দুজন। চরিত্রটিতে শুরু থেকে মোশাররফকেই ভেবেছিলাম।’

এই চরিত্রে মোশাররফ করিমকে নির্বাচন করার প্রসঙ্গে নির্মাতা বলেন, মোশাররফের ভেতরে একটা অন্যরকম মানুষ বাস করে। যিনি বিভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে ফুটিয়ে তোলেন। অভিনয় যেহেতু তার পেশা, তাকে বিভিন্ন ধরনের কাজ করতেই হয়। তবে মোশাররফ ভীষণ খুঁতখুঁতে স্বভাবের একজন মানুষ। কখনও সে আপস করে না। অ্যাটলিস্ট আর্ট ফর্মে। ওই চরিত্রটাই আসলে মোবারক, যে কি না আপসহীন চরিত্র। আমার তাই মনে হয়েছে, মোশাররফ সবচেয়ে সেরা পছন্দ।’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের সিরিজ জয়

0

ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হারের জ্বালা কিছুটা হলেও জুড়াল ভারত। টি-টোয়েন্টি সিরিজে ওয়ান ডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারাল স্বাগতিকরা।

রায়পুরে চতুর্থ ম্যাচে সফরকারীদের ২০ রানে হারিয়েছে ভারত। এর মধ্য দিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।

শুক্রবার রাতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে অজিদের ইনিংস। লো স্কোরিং এই ম্যাচে দুদলের কেউই নাগাল পাননি হাফসেঞ্চুরির। সর্বোচ্চ রান করেন রিংকু সিং। ২৯ বলের ইনিংসে ৪৬ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন দলটির অধিনায়ক ম্যাথ্যু ওয়েড। ২৩ বলের ইনিংসে ৩৬ রান করেন তিনি। হার এড়ানোর জন্য তার ইনিংসটি যথেষ্ট ছিল না। ভারতের জয়ের নায়ক স্পিনার অক্ষর প্যাটেল। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নেন অক্ষর।

আগামী রোববার দুদলের মধ্যে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি এখন শুধু্ই নিয়মরক্ষার।

যুদ্ধবিরতি শেষে ফের ইসরায়েলি হামলা, নিহত ১০৯

0

এক সপ্তাহ যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনির নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকশ। শুক্রবার ভোর থেকে গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েল।

আল জাজিরায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি সেনারা ব্যাপক বোমা হামলার ফলে আকাশে ধোঁয়া উড়ছে।

খান ইউনিসে বর্তমানে কয়েক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাদের বেশিরভাগই ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে উত্তর গাজা থেকে পালিয়ে এখানে এসেছিলেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় আরও অন্তত ২৪০ ইসরায়েলি। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় প্রায় দুই মাস ইসরায়েলি হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত সপ্তাহে দুই পক্ষ বন্দি ও জিম্মি বিনিময়ের জন্য প্রথমে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে আরও দুই দফায় তিন দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণ মাত্রায় গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

হাজারের বেশি যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’

0

ট্রেনে কক্সবাজার যাওয়ার স্বপ্ন পূরণ হলো ঢাকাবাসীর। প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল ‌‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি।

শুক্রবার (০১ ডিসেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ১ হাজার ১০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি।

এদিন কক্সবাজারগামী অধিকাংশই ছিল ভ্রমণের জন্য আসা যাত্রী। নিজেদের এই ইতিহাসের অংশ করে নিতে পরিবার ও বন্ধুদের নিয়ে কক্সবাজার যেতে দেখা যায় অনেককে।

এ দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কোচের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় রেলওয়ে ডিজি মো. কামরুল আহসানকে। এর আগে রাত ৯টা ৩৯ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় ‘কক্সবাজার এক্সপ্রেস’।

এর আগে, শুক্রবার রাত ৯টা ৩৮ মি‌নি‌টে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন‌টি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায় ।

দুপুর ১২টা ৪০ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি প্রথমবারের মতো কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে ট্রেন‌টি আবার রাত সাড়ে ১০টা ৫৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে।

ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত: জয়

0

১৯৭৫ এর পর ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ইউরোপের ১৩টি দেশে আইন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না। সেটা করলেই জেল হবে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে একটি হোটেলে ‌‘LIVE : Let’s Talk-তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, যদি ইউরোপে গিয়ে হলোকাস্ট নিয়ে বিকৃতি করেন, আপনার জেল হবে। এটা তাদের আইন। আমরাও সেই আইন করেছি। একাত্তরের স্বাধীনতার চেতনার ইতিহাস বিকৃত করা হলে সেটার সাজা হচ্ছে জেল।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের সময় বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। আমরা অনেক দূর এগিয়ে এসেছি। অনেকে এখন দুর্নীতি নিয়ে চিন্তিত, দুর্নীতি নেই আমি অস্বীকার করব না। তবে যদি সেই রকম দুর্নীতি থাকত, এত দ্রুত সকল প্রজেক্ট করা সম্ভব হতো না। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও চাই না, বাংলাদেশে দুর্নীতি থাকুক।

জয় বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রে, ইউরোপে, নরওয়েতে যান, সেখানে কি দুর্নীতি নেই? অবশ্যই আছে। তবে অনেকটা কম। আমাদের ভবিষ্যতে উদ্যোগ হচ্ছে, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করব। যত আইন আছে সেগুলোকে শক্তিশালী করব।

তিনি বলেন, আমাদের যত সার্ভিস ডিজিটালাইজড করছি, এখানে দুর্নীতি সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। শুধু কমছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আগের টেন্ডারের কাগজ নিয়ে অনেক দুর্নীতি, মারপিট হতো, এখন কি এসব কথা শোনা যায়? না, এখানে দুর্নীতি করার আর উপায় নেই। কারণ টেন্ডারের সবকিছু ডিজিটালাইজড হয়ে গেছে।