শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
22 C
Dhaka

‘চলতি বছরেই ১৪ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত’

0

চলতি বছরেই জাতীয় দিবস হিসেবে ১৪ ডিসেম্বরকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে জাতীয় দিবস হিসেবে তালিকাভুক্ত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবীদের তালিকা তৈরির বিষয়ে বুধবারও আমাদের মিটিং হয়েছে। আশা করছি আগামী ২৬ মার্চের আগে তা সম্পন্ন হবে। আবেদনও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান।

মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধীদের একটা সংখ্যা আছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিচারও করা হচ্ছে। তবে যারা রাজাকার ও আলবদর ছিল তাদের সংখ্যা অনেক। তাদের সবার বিচার করা হয়নি। এসব যুদ্ধাপরাধীদের তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। তবে তালিকা তৈরির কাজ এখনও সম্পন্ন হয়নি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতন করে। এরপর রায়েরবাজার বধ্যভূমি এবং মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন, অধ্যাপক মুনির চৌধুরী, ডা.আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড. মুর্তজা, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক এবং সেলিনা পারভিনসহ আরও অনেকে।

সেমিফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

0

বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় দুবাইয়ের আইসিসি একাডেমি ওভাল ২-তে ম্যাচটি মাঠে গড়াবে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সর্বশেষ গতকাল গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে অপরাজিত থেকে সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজরা।

দুবাইয়ে চলমান বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া এই গ্রুপটি থেকে আরেক সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালের দ্বৈরথে গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে অন্য গ্রুপ রানার্স-আপের। সে হিসেবে আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের।

এর আগে ২০২১ সালেও দুই দল সেমিতে মুখোমুখি হয়েছিল। এছাড়া একই দিনে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান লড়বে ‘বি’ গ্রুপ রানার্স-আপ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আসরে ৩ ম্যাচে ২৪২ রান সংগ্রহ করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি।

কালকের সেমিফাইনালেও তার ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ। এ ছাড়া বল হাতে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের দৌড়ে সেরা তিনে আছেন টাইগার দলপতি মাহফুজুর রহমান রাব্বি। এ তালিকায় শীর্ষে আছেন ভারতের রাজ লিম্বানি। ১০ উইকেট শিকার করেছেন তিনি।

গ্রুপপর্বে বাংলাদেশ অপরাজিত থাকলেও এক ম্যাচ হেরেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ম্যাচটিতে হেরে যায় টিম ইন্ডিয়ার যুবারা। আগামীকাল বাংলাদেশকে হারিয়ে ফাইনালে খেলতে মরিয়া থাকবে তারাও।

দ্বাদশ সংসদ নির্বাচন: পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪৪ জন

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৪ জন। আবেদন নামঞ্জুর হয়েছে ৫২ জনের। আর সিদ্ধান্ত হয়নি চারজনের।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানি হয়। শেষ হয় বিকেল ৪টায়।

গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আপিল শুনানিতে পাঁচ দিনে মোট ২৫৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২১২ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি।

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ৭৪৭ স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৭১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১টি বাতিল ঘোষণা করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ৫৬১ জন প্রার্থী আপিল করেন। আপিল শুনানি চলছে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

‘প্রেমের টানে’ স্কুলছাত্র ভাতিজাকে নিয়ে ঘর ছেড়েছেন চাচি

0

নীলফামারীর ডোমারে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরকে নিয়ে ‘প্রেমের টানে’ ঘর ছেড়েছেন এক গৃহবধূ। তারা সর্ম্পকে চাচি-ভাতিজা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে তারা নিরুদ্দেশ হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলার ডোমার ইউনিয়নের হুজুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাচির বয়স ৩০ বছর হলেও, ভাতিজা মো. রাকিবের বয়স (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুজুরপাড়া এলাকার মো. বেলাল হোসেন ৮ বছর আগে পারিবারিকভাবে বৃষ্টি আক্তারকে বিয়ে করেন। এসময় তাদের একটি সন্তানও হয়। বেলালের বড় ভাই সলেমানের ছেলে রাকিব ইসলামের সঙ্গে বৃষ্টির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মঙ্গলবার রাতে স্বামী-সন্তানকে ফেলে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।

এর আগেও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ঝামেলা হওয়ায় বেলালের স্ত্রী বৃষ্টি তার বাবার বাড়িতে চলে গিয়েছিল। প্রায় একমাস সেখানে থাকার পর পারিবারিক ভাবে মিমাংসা হয়েছিল।

এ বিষয়ে ওই গৃহবধুর স্বামী বেলাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আলমগীর বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় সমাধানের পথ খুঁজছেন পরিবারের লোকজন৷

জলবায়ু সম্মেলন: জীবাশ্ম থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রুপান্তরের সিদ্ধান্ত

0

গ্লোবাল স্টক টেকিং, জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রুপান্তর এবং ক্ষতিপূরণ তহবিল গঠনের সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো ২৮তম জলবায়ু সম্মেলন। আর এই সম্মেলনে দীর্ঘ নাটকীয় আলোচনা শেষে সমাপনী পর্বে আসেন কপ সভাপতি সুলতান আল জাবের।

যোগ দিয়ে এবারের সম্মেলনকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তিনি। আর বাংলাদেশ বলছে, প্রাপ্তি ও সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে আগের যেকোনোবারের চেয়ে এবারের সম্মেলন সফল। শুরুতেই ক্ষতিপূরণ তহবিল কার্যক্রম শুরু করে চমক জাগায় এবারের সম্মেলন। নিরাপদ পৃথিবী উপহার দিতে শেষটাও ছিল চমক জাগানিয়া।

সমাপনী পর্বে সুলতান আল জাবের বলেন, নতুন একটি পথ খুজে পাওয়া অত্যন্ত জরুরি ছিল। তাই এই সিদ্ধান্ত ঐতিহাসিক। প্রকৃত সফলতা আসবে এই পরিকল্পনা বাস্তবায়নে। কথা নয়, কাজেই আমাদের পরিচয়। এখন চুক্তিটিকে বাস্তব রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এবারের কপ সম্মলনে নেয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সবাইকে নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দেন জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। তিনি বলেন, এই চুক্তি (প্যারিস চুক্তি) সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে প্রচলিত কৌশলগুলোতে পরিবর্তন আনবো আমরা। অন্যান্য পক্ষগুলোও যেন আমাদের সাথে যোগ দেয় সেই আহ্বান জানাচ্ছি।

যেকোনো সম্মেলনের চেয়ে এবারের সম্মেলন সফল উল্লেখ করে কপ সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু বিষয়ক পূর্ববর্তী সম্মেলনগুলোর চেয়ে এবারের আয়োজন অনেক বেশি সফল। কার্বন নিঃসরণ কমাতে কপ-২৮-এ এমন কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা পুরো প্রক্রিয়াকে আরও গতিশীল করেছে। যারা এই ইস্যুতে নেতৃত্ব দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, আগামী জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে আজারবাইজানের বাকু শহরে।

কপ-২৮ সম্মেলন: ৩০ বছর পর এক ছাতার তলে বিশ্ব

0

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ বুধবার শেষ হয়েছে। এবারের জলবায়ু শীর্ষ সম্মেলনের মাধ্যমে প্রথমবারের মতো এক ছাতার তলে আশ্রয় নিয়েছে পুরো বিশ্ব। কপ-২৮ সম্মেলনে অংশ নেয়া বিশ্বের প্রায় ২০০ নেতা জীবাশ্ম জ্বালানি বর্জনে ঐক্যমত প্রকাশ করেছেন। সম্মেলনের শেষের দিনেই জীবাশ্ম জ্বালানি বর্জনের আহ্বানের অনুমোদন করেছেন তারা।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু প্রধান ওয়াপকে হোয়েকস্ট্রা চুক্তিটিকে ‘দীর্ঘ বিলম্ব’ বলে অভিহিত করেছেন। বলেছেন, ‘জীবাশ্ম জ্বালানি বর্জনের সিদ্ধান্তে পৌঁছাতে প্রায় ৩০ বছর সময় লেগেছে।

কপ-২৮ এর প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানির প্রধান সুলতান আল জাবের বলেন, ‘বিশ্বনেতারা এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছেন। তারা নিজেদের স্বার্থের চেয়ে সাধারণ স্বার্থকে এগিয়ে রেখেছেন’।

চুক্তিটিকে জলবায়ুতে একটি ‘অভাবনীয় পরিবর্তন’ হিসাবে আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা বহুপাক্ষিকতার প্রতি বিশ্বাস ও আস্থা পুনরুদ্ধার করতে সহায়তা করেছি। মানবতা একত্রিত হতে পারে তা আমরা দেখিয়ে দিয়েছি।’

জীবাশ্ম জ্বালানি নিয়ে জাতিসংঘের এই চুক্তিতে কৃতজ্ঞতা জানিয়েছে সৌদি আরব। এবারের জলবায়ু শীর্ষ সম্মেলনের প্রশংসা করে এটিকে ‘মহান সাফল্য’ বলে অভিহিত করেছে দেশটি। কপ-২৮ সম্মেলনে সৌদি কর্মকর্তা আলবারা তৌফিক বলেছেন, ‘প্রথমবারের মতো একটি বিশ্বব্যাপী সফল সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সব রাষ্ট্রীয় পক্ষের প্রচেষ্টার প্রতি আমি আরব দেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্র কাশ করছি।’

আগামী বছর কপ-২৯ সম্মেলন হবে আজারবাইজানে। দুবাই সম্মেলন থেকে সোমবার (১১ ডিসেম্বর) নতুন আয়োজক দেশ নির্বাচন করা হয়। এ বছর আরব আমিরাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে প্রায় ১ লাখ ১০ অতিথি রেজিস্ট্রেশন করেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগের ১ম ধাপের ফল কবে, যা জানা গেল

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা হয় গত ৮ ডিসেম্বর। এই ধাপে অংশ নেয় রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলার পরীক্ষার্থীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতায় ফলাফল তৈরির কাজ চলছে।

কবে ফল প্রকাশ করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, বুয়েট নিখুঁতভাবে উত্তরপত্র যাচাই-বাছাই করছে, এ জন্য সময় বেশি লাগছে। কবে ফল দেওয়া হবে, সেই তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি। ফলাফল নির্ভর করছে বুয়েটের উত্তরপত্র যাচাইয়ের শেষ যখন হবে, তার ওপর। বুয়েট যদি কয়েক দিনের মধ্যে উত্তরপত্র যাচাই-বাছাই শেষ করতে পারে, তাহলে আগামী সপ্তাহে ফল হতে পারে আবার দেরি হলে এরপরের সপ্তাহেও ফল হতে পারে। তবে ডিসেম্বরের মধ্যে ফল হবে, এটা নিশ্চিত করে বলা যায়।

ওই কর্মকর্তা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের কাজ করছে। ইতিমধ্যে উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে। এখন প্রার্থীদের উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ করছে বুয়েট। উত্তরপত্র যাচাই-বাছাই শেষ হলে বুয়েট আমাদের জানাবে, তখন আমরা বৈঠক করে ফল প্রকাশ করব।

বিএনপির ওপর অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মোমেন বলেন, আমরা একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। বহির্বিশ্ব চায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আর তাদের সঙ্গে যোগ দিয়েছি আমরা। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আমাদের কোনো চাপ নেই আমরা আমাদের নিজেদের চাপে আছি। নির্বাচন ফেয়ার করা আমাদের চ্যালেঞ্জ।

বিএনপি দাবি করছে আমেরিকা এ ধরনের নির্বাচন চায় না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি দাবি করতেই পারে। তাদের জিজ্ঞেস করেন। আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে আমেরিকা তাতে সন্তুষ্ট না। কারণ আমেরিকা জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো তফাৎ নেই।

গত ২৮ অক্টোবরে রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর থেকে ১১ দফ অবরোধ পালন করেছে দলটি। ওই সমাবেশের পর এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও ওইদিন প্রধান বিচারপতির বাড়িতেও হামলা করা হয়।

হরতাল ও অবরোধকে কেন্দ্র করে সারা দেশে কয়েকশ’ গাড়িতে আগুন ও ভাঙচুর করার অভিযোগ রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির রাজনীতির সাথে জড়িত অনেককেই হাতেনাতে আটক করেছে।

এদিকে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার মধ্যেই ১৮ ডিসেম্বরের পর নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার ছক কষছে বিএনপি। ইঙ্গিত দিচ্ছে আরও কঠোর হওয়ার। নির্বাচন প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন বিএনপি নেতারা।

গুঞ্জন সত্যি হলো, ইধিকাই হলেন রাজের নায়িকা

0

নির্মাতা হাসিবুর রেজা কল্লোল ‘সত্তা’ সিনেমা বানিয়েছিলেন শাকিব খানকে নিয়ে। এরপর তাকে নিয়ে ‘কবি’ নামে একটি সিনেমা বানানোর ঘোষণা দেন তিনি। শুরুতে শাকিব খানকে নেয়ার কথা থাকলেও ব্যাটে-বলে না মেলায় তার স্থানে নেয়া হয়েছে শরিফুল রাজকে। নায়কের বিষয়টি জানা গেলেও নায়িকা নিয়ে ধোঁয়াশা ছিল। গুঞ্জন ছিল রাজের বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

বাংলাদেশে ইধিকার দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘কবি’। এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

‘কবি’ সিনেমার গল্প ভালোবাসা ও অ্যাকশনধর্মী। সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে। বর্তমানে ‘কবি’ সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে একটা কর্মশালা চলছে কলকাতায়। আগামী দু’একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে।

রাজ-ইধিকা ছাড়াও ‘কবি’ সিনেমায় অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।

শরীফুল রাজ অভিনীত ‘ন ডরাই’, ‘পরান’, ‘হাওয়া’, ‘দামাল’ সিনেমাগুলো দর্শকনন্দিত হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’ নামের দু’টি সিনেমা।

গাজীপুরে ট্রেনে নাশকতাকারীরা মানবতার শত্রু: রিজভী

0

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশনে ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত ও কয়েকজন আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নিঃসন্দেহে এ ঘটনা নাশকতামূলক কাজ। আমি এ ঘটনায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে বা যারা এ ধরণের অমানবিক ঘটনা ঘটিয়েছে, তারা মানবতার শত্রু।

বুধবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের বগিচ্যুতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। এবং নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, দুই-একটি গণমাধ্যম ট্রেনের এই বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে, যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় ও জনগণ বিশ্বাস করে, সুপরিকল্পিতভাবে নাশকতা ঘটানো হয়েছে। এই ঘটনায় উদোর-পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতেই দু’একটি গণমাধ্যম বিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ন্যাক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি।