শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি দল সব সময় বিভ্রান্তির রাজনীতি করেছে; তারা মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা এখন ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে। যারা বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারাই স্থানীয় ও পিআর পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়? কেউ বুঝে না।
বিএনপির এ নেতা বলেন, একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে।
জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ এরপর বলেন, যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন, নতুন নতুন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, ভালো। কিন্তু কেউ যদি নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, তবে তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।