জাহাজে ঈদের নামাজ আদায়ের পর তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পরিবারের সঙ্গে তারা কথা বলেছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
জিম্মি জাহাজের মালিকানা প্রতিষ্ঠান কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা। তিন দিনের মাথায় নাবিকসহ জিম্মি জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। ৫৮ হাজার টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আব্দুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।