রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
28 C
Dhaka
Homeধর্মকোনো আমল নিয়মিত করার পুরস্কার

কোনো আমল নিয়মিত করার পুরস্কার

প্রকাশ: আগস্ট ১২, ২০২৪ ৮:৩৯

আল্লাহ তাআলা বান্দার নিয়মিত আমল পছন্দ করেন। এজন্য একসঙ্গে অনেক ইবাদতের চেয়ে ধারাবাহিক আমলের প্রতি উৎসাহিত করেছেন নবীজি (স.)। হাদিসে এসেছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, যা কোনো বান্দা অব্যাহতভাবে করে থাকে— যদিও তা পরিমাণে কম হয়। (মুসলিম: ২৬১৩)

জীবনে সফলতা অর্জনেও তা উপকারী গুণ। যারা একসঙ্গে অনেক কাজ হাতে নেয়, দেখা যায় অল্পদিন পর বিরক্ত বা ক্লান্ত হয়ে পড়ে, তাদের পক্ষে সফল হওয়া কঠিন হয়ে যায়। কিন্তু নিয়মমাফিক চেষ্টা ও নিশ্ছিদ্র সাধনা মানুষকে উচ্চতার শিখরে নিয়ে যায়। নিয়মমাফিক কাজেই মূলত বরকত বেশি। একইভাবে ধারাবাহিক আমলের মাধ্যমে বান্দা বিশেষ স্তরে পৌঁছার সুযোগ পায়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর