শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
24 C
Dhaka
Homeখেলাবাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা

বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৫ ৮:৫৫

জাতীয় স্টেডিয়ামে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ ২০২৫। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৮ নভেম্বর) লাতিন বাংলা সুপার কাপের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এ ছাড়াও স্ট্যান্ড বাই রাখা হয়েছে আরও ৫ ফুটবলারকে।আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকবেন গোলাম রব্বানি ছোটন, তার সহকারী হিসেবে থাকবেন জাহাঙ্গীর আলম। আর গোলরক্ষক কোচ হিসেবে থাকবে আরিফুর রহমান পান্নু।

বাংলাদেশের স্কোয়াড

গোলরক্ষক: আলিফ রহমান ইমতিয়াজ, তাসিন সেহাব ও চান্দ্র শাহ।

ডিফেন্ডার: আজম খান, ইকরামুল ইসলাম, হাবিব রিদওয়ান, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেইন, রাজ, মাসুদ রানা।

মিডফিল্ডার: আরিফ, স্বপ্ন হোসেন, কামাল মৃদ্ধা, আকাশ আহমেদ, আশিক, বায়জিদ বোস্তামি ও নাজমুল হুদা।

ফরোয়ার্ড: তাসান খাঁ, মানিক, হেদায়াতুল্লাহ, অপু রহমান ও রিফাত কাজী।

স্ট্যান্ড বাই: বিতশোক চাকমা, আরহাম ইসলাম, ইকরামুল, মুর্শেদ আলী ও ইশান মালিক।

 

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর