শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
20 C
Dhaka
Homeখেলাবিশ্বকাপে ভালো করতে বদ্ধ পরিকর টিম টাইগার্স, সাকিব

বিশ্বকাপে ভালো করতে বদ্ধ পরিকর টিম টাইগার্স, সাকিব

প্রকাশ: এপ্রিল ২৫, ২০২৪ ৮:৩৯

চলতি বছরের জুনের ১ তারিখ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রথমবারের মতো ২০ দলের এই আসরে যাওয়ার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে।

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে বদ্ধ পরিকর টিম টাইগার্স। ওয়ানডে বিশ্বকাপে ভালো না করলেও এই বিশ্বকাপে ভালো কিছুর সম্ভাবনাই দেখছেন বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নানা বিষয়ে কথা বলেন সাকিব যার মধ্যে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তার ভাবনাও। সাকিব এই বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না।’

‘তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি। ভালো কিছু করতে খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না। আমি আশা করছি আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়, কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব’, আরও যোগ করেন সাকিব।

তবে এবার বিশ্বকাপে বাংলাদেশের যাত্রাটা সহজ নয়। বলতে গেলে কঠিন গ্রুপেই পড়েছে টাইগাররা। তবে কন্ডিশন থেকে সহায়তা পাওয়ার আশা সাকিবের। সাবেক এই টাইগার অধিনায়ক জানান, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজে খেলা আমাদের জন্য মানানসই হবে। দেশের মতো পিচ পেতে পারি সেখানে। বিশেষ করে ডালাসে। আমি জানি না নিউইয়র্কের পিচ কেমন হবে।’

সমর্থন কিংবা সমালোচনাতে আপত্তি নেই সাকিবের, তবে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি, ‘আশা করছি প্রচুর সমর্থন পাব। ভালো করি বা খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাব, এটাই আমার আশা। সমালোচনাও করতে পারেন, সমস্যা নেই। আমি মনে করি, আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারব।’

উল্লেখ্য, ১ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ৭ জুন থেকে শুরু হবে। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর